সিলেটে গত একদিনে করোনায় ৩২ জন আক্রান্ত

0
89

সিলেটে করোনা ভাইরাসে একদিনে ৩২ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত একদিনে ৬৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪.৮০ ভাগ। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৯ জন ও সুনামগঞ্জের ৩ জন বাসিন্দা রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি মাসের শুরু অর্থাৎ ১ জানুয়ারি সিলেট বিভাগে করোনায় সংক্রমণের হার ছিল ১.৩১ ভাগ, ২ জানুয়ারি ০.৪২, ৩ জানুয়ারি ১.২০, ৪ জানুয়ারি ১.৫২ ভাগ। ৫ জানুয়ারি সংক্রমণের উল্লম্ফন দেখা যায়। সেদিন সংক্রমণের হার ছিল ৩.১৪ ভাগ। এরপর ৬ জানুয়ারি ২.৮৮ ভাগ, ৭ জানুয়ারি ১.৬১ ভাগ, ৮ জানুয়ারি ৩.০৯ ভাগ এবং ৯ জানুয়ারি ২.৮৫ ভাগ ছিল সংক্রমণের হার। সবমিলিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা এখন ৫৫ হাজার ২৩১ জন। তন্মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৪৯ হাজার ৯৯০ জন এবং করোনায় মৃত্যুবরণ করছেন ১ হাজার ১৮৩ জন।

এদিকে, করোনা সংক্রমণ রোধে সারা দেশের মতো সিলেট বিভাগজুড়ে টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে।