বাগেরহাটে আধুনিক প্রযুক্তিতে বোরো ধান উৎপাদন বিষয়ে কৃষক প্রশিক্ষন শুরু

0
83

সুব্র ঢালী,বাগেরহাট থেকেঃ- বাগেরহাটের ফকিরহাট আধুনিক প্রযুক্তিতে বোরো ধান উৎপাদান ও ব্যবস্থাপনা বিষয়ে ২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষন শুরু হয়েছে।

রোববার সকালে ফকিরহাট উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষন কক্ষে জিকেবিএসপি প্রকল্পের আওতায় এই কৃষক প্রশিক্ষনের উদ্বোধন করেন, জিকেবিএসপি প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জিকেবিএসপি প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো: তৌহিদীন ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, কৃষ্ণা সরকার প্রমুখ।

বক্তারা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। প্রতিযোগীতায় টিকে থাকতে হলে কৃষকদেরর আধুনিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ হতে হবে। কৃষিতে যত বেশি প্রযুক্তির ব্যবহার করা হবে উৎপাদন খরচ তত কম হবে। গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর (জিকেবিএসপি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষন কর্মশালায় উপজেলার ৩০ জন চাষী অংশ নেন।