শ্রীনগরে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকাদান শুরু

0
207

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় ৭টি ভেন্যুতে ৩০ হাজার ১৫৭ জন ছাত্র-ছাত্রীকে টিকা প্রদান করা হবে। এরিই ধারাবাহিকতায় শনিবার সকালে উপজেলার হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজ টিকাদান কার্যক্রম ভেন্যুটি পরির্দশন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।

এ সময় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। জানা যায়, উপজেলার হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজ, কুকুটিয়া ইউনিয়ন পরিষদ, বাড়ৈখালী দেশ ক্লিনিক, শ্রীনগর সরকারি কলেজ, সমষপুর উচ্চ বিদ্যালয়, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদসহ মোট ৭টি ভেন্যু থেকে শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।