৯৯৯-এ কলে কুমির উদ্ধার

0
96

সুব্র ঢালী, বাগেরহাট থেকেঃ- জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে উদ্ধার হয়েছে সুন্দরবনের একটি কুমির। শনিবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন কালেখারবেড় গ্রামের রাজু ইজারাদারের বাড়ী থেকে কুমিরটি উদ্ধার করে পূর্ব সুন্দরবন বিভাগের বনরক্ষীরা। পরে শনিবার দুপুরে সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশে খালে কুমিরটি অবমুক্ত করা হয়।

করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, গত শুক্রবার বিকেলে পশুর নদীতে মাছ ধরার সময় এক জেলেদের জালে কুমিরটি ধরা পড়ে। এরপর ওই জেলে লাঠি নিয়ে কুমিরটিকে মারতে উদ্যত হলে স্থানীয় রাজু নামক এক যুবক তাতে বাঁধা দেয়। এরপর ওই যুবক কুমিরটির অবস্থান জানাতে ৯৯৯ নম্বরে কল দিয়ে বিস্তারিত জানান। পরে শুক্রবার রাতে ৯৯৯ নম্বরের মাধ্যমে বিষয়টি পূর্ব সুন্দরবনের বিভাগীয় (বাগেরহাট) বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেনের কাছে বার্তা আসে। তিনি বার্তা পেয়ে রাতেই করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবিরকে জানানোর পর শনিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ৪ ফুট লম্বা ও ৭/৮ বছর বয়সের কুমিরটি উদ্ধার করে বনবিভাগ।