রাজশাহীতে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার

0
94

এস.এম.হাসানুল ইসলাম,রাজশাহীঃ সারাদেশে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহী জেলার ৩ উপজেলায় স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার। ১৯ টি ইউনিয়নে নৌকা জয়লাভ করেছে মাত্র ৬ টি’তে। আর বাকি ১৩ ইউপিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে। বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে মাত্র ৫টিতে জয়লাভ করে নৌকা। জেলার দূর্গাপুর উপজেলার ১ টি ইউনিয়ন নির্বাচনে ১ টিতেই জয়লাভ করে নৌকা। একই জেলার পুঠিয়া উপজেলার ২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ টিতে নৌকার প্রার্থীকে হারিয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন বর্তমান চেয়ারম্যান ঘোড়া প্রতিকে বদিউজ্জামাল বদি,ওপর ইউনিয়নে একটি কেন্দ্র স্থগিত হওয়ায় এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী। স্থগিত কেন্দ্রে ভোটার সংখ্যা ২৮৪৪ হলেও স্বতন্ত্র প্রার্থী এগিয়ে আছেন প্রায় ২০০০ হাজার ভোটের ব্যাবধানে।

বাগমারা উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান হলেন, ১নং গোবিন্দপাড়া, মোঃ হাবিবুর রহমান (স্বতন্ত্র),২নং নরদাশ- গোলাম সারওয়ার মূকুল (নৌকা),৩নং দ্বীপপুর- বিকাশ চন্দ্র ভৌমিক (স্বতন্ত্র আ’লীগ বিদ্রোহী),৪ নং বড় বিহানালী- মাহমুদুর রহমান মিলন (স্বতন্ত্র বিএনপি),৫ নং আউচপাড়া- ডিএম শফি (স্বতন্ত্র বিএনপি)৬ নং শ্রীপুর- মকবুল হোসেন মৃধা (নৌকা),৭নং বাসুপাড়া- লুৎফর রহমান (নৌকা),৮নং কাচারী কোয়ালিপাড়া- মোজাম্মেল হক(স্বতন্ত্র আ’লীগ বিদ্রোহী),৯নং শুভডাঙ্গা- মোশাররফ (স্বতন্ত্র বিএনপি) ১০ নং মাড়িয়া- রেজাউল ইসলাম (স্বতন্ত্র আ’বিদ্রোহী), ১১নং গনিপুর- মনিরুজ্জামান রঞ্জু (স্বতন্ত্র বিএনপি)১২ নং ঝিকড়া- রফিকুল (স্বতন্ত্র আ’লীগ বিদ্রোহী), ১৩ নং গোয়ালকান্দি- আলমগীর হোসেন (নৌকা),১৪ নং হামিরকুৎসা- আনোয়ার হোসেন (স্বতন্ত্র আ’লীগ বিদ্রোহী) ১৫ নং যোগিপাড়া- মাজেদুল হক (স্বতন্ত্র আ’লীগ বিদ্রোহী)১৬ নং সোনাডাঙা- আজহারুল হক (নৌকা)

দূর্গাপুর উপজেলার একটি ইউনিয়ন মাড়িয়া জাহাঙ্গীর আলম সম্রাট (নৌকা) পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন বদিউজ্জামান বদি স্বতন্ত্র আ’লীগ (বিদ্রোহী) বানেস্বর ইউনিয়ন দুলাল (স্বতন্ত্র বিএনপি) এগিয়ে আছেন ২০০০ ভোটে। জোর করে ব্যালটে সিল মারায় এক কেন্দ্র স্থগিত রয়েছে এই বানেস্বর ইউনিয়নের দিঘলকান্দি কেন্দ্র। যা এই কেন্দ্রে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।