মুন্সীগঞ্জের গজারিয়ায় পিস্তলসহ আটক-৬, গুলিবিদ্ধ-১

0
134

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: ৫ ই জানুয়ারি বুধবার অনুষ্ঠিত মুন্সীগঞ্জের গজারিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী এলাকায় গাড়ি তল্লাশি করে ৬টি শর্টগান, ১০টি পিস্তল ও বিপুল পরিমাণ কার্তুজ জব্দ করেছে পুলিশ। এছাড়াও বিভিন্ন স্থানে সহিংসতার গোলাগুলিবিদ্ধের ঘটনা ঘটেছে।

তথ্য সুত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার সময় গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের হোসেন্দি ব্রিজের ওপর গাড়ি তল্লাশি করে শর্টগান ৬টা, পিস্তল ১০টা, ৫৬টি কার্তুজ, ১টা চাকু, ২টা লাঠি, ৬টা ব্যাগ। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মিঠুর ভাই স্বপনসহ ৬ জনকে আটক করা হয়েছে। এছাড়াও ইমামপুর, গুয়াগাছিয়া, বালুয়াাকান্দিতে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ভাটেরচর স্কুল কেন্দ্রে ব্যালট পেপার ছিনাতাইয়ের ঘটনা ঘটেছে। রঘুরচর কেন্দ্রে গোলাগুলিততে একজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছে।

উল্লেখ্য, গজারিয়া উপজেলার ৭টি ইউনিয়নে ৩৫৫ প্রার্থী ভোটযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩৮ জন, সাধারণ সদস্য ২৩৬ জন, সংরক্ষিত আসনে ৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ১ লাখ ১২ হাজার ৪০০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে। এই ভোটারের মধ্যে নারী ভোটার ৫৪ হাজার ৫৯৬ জন ও পুরুষ ভোটার ৫৭ হাজার ৮০৪ জন। মোট ৬৭টি কেন্দ্রে ৪৫০টি বুথে ভোটারগণ ভোটাধিকার প্রয়োগ করেছেন।