নীলফামারী সদর উপজেলায় করোনা আক্রন্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে

0
68

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী নীলফামারীতে নতুন করে আরো ৬ জন করোনা পজেটিভ হয়েছে। এদের মধ্যে নীলফামারী সদর উপজেলার-৩ জন করোনা পজেটিভ। এই নিয়ে সদরে করোনা আক্রন্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে। বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ।

সূত্রে যানা যায়, নীলফামারী সদর উপজেলা থেকে এখন পর্যন্ত নমুনা প্রেরণ করা হয়েছে ৯৯৬টি। প্রেরণ করা ৯৯৬টি নমুনার মধ্যে- প্রাপ্ত রিপোর্ট ৯০২টি, নেগেটিভ রিপোর্ট ৭৯৯টি, পজেটিভ রিপোর্ট-১০১টি এবং রিপোর্ট পেনডিং আছে ৯৪ টি।

সদর থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আছে ২৮ জন এবং মৃত্যু বরন করেছেন ২ জন।

অপরদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর সূত্রে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আরও ৪০ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,৬৬১ জন। দেশে আরো ১৮,৪৯৮ জনের নমুনা পরীক্ষায় ৩,৮৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং সারা দেশে এ পর্যন্ত ১,৩০,৪৭৪ জনের করোনা শনাক্ত। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৯১ শতাংশ। সুস্থ হয়েছেন ১,৬৩৮ জন, মোট সুস্থ হয়েছেন ৫৩,১৩৩ জন।