বিরামপুরে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

0
107

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- বিরামপুরে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় বিস্তৃর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। সরিষার এই ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের আভা ফুটে উঠেছে।

বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়- ফসলের মাঠগুলো সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে। মাঠে পরিচর্চার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বিরামপুর কৃষি অফিস সূত্রে জানা যায় জানা গেছে, চলতি বছর ১ হাজার ৮০হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। গতবার ১ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল।

বিরামপুর উপজেলার হাবিবপুর গ্রামের সরিষা চাষি হবিবুর রহমান বলেন, দেশে ভোজ্য তেলের দাম বেড়েই চলছে, তাই তেলের চাহিদা মেটাতে আমি সরিষার চাষ করছি। প্রতি বছর বাড়ির জন্য ১৫ শতক সরিষা চাষ করতাম। কিন্তু মানুষের চাহিদা পূরন করতে আরও ১৫ শতক বেশি সরিষার চাষ করেছি।

বেলডাঙ্গা গ্রামের শাহীন বলেন, প্রতি বছর আমি এক বিঘা জমিতে সরিষা চাষ করি। এ বছর দুই বিঘা জমিতে সরিষার চাষ করেছি। তেলের চাহিদা মেটাতে আমি বেশি করে সরিষার চাষ করছি। দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহো বলেন, এ বছর জেলায় ১৩ হাজার হেক্টর জমিতে সরিষার চাষের লক্ষ্যমাত্রা ছিল। এর মধ্যে লক্ষ্যমাত্রা পেরিয়ে ১৪ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ করেছেন কৃষকেরা। ১৪ হাজার হেক্টর জমিতে প্রায় ৩০ হাজার মেট্রিকটন সরিষার ফলন হবে বলে আশা করছি।