রাঙ্গাবালীতে ১৬টি অবৈধ বেহুন্দি জাল উদ্ধার

0
107

এম এ ইউসুফ আলী,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল নির্মূলে ১৬টি অবৈধ বেহুন্দি জাল উদ্ধার করেন কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। মঙ্গলবার দিনব্যাপী বঙ্গোপসাগরের মোহনা ও সোনারচর সংলগ্ন এলাকায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, ষষ্ঠ দিনের অভিযানে সোনারচর ও সাগর মোহনায় বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে ১৬টি অবৈধ বেহুন্দি জাল উদ্ধার করা হয়। এসময় জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ্’র নেতৃত্বে সহযোগী হিসেবে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল ও রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এন ইউ আরিফ।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল বলেন, বিশেষ কম্বিং অপারেশনের ষষ্ঠদিনের অভিযানে ষোলটি অবৈধ বেহুন্দি জাল উদ্ধার করা হয়। এবং ওইদিন বিকেলে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। তিনি আরো বলেন, এ অভিযান অব্যহত থাকবে।