গোপালপুরের ৫ ইউপি নির্বাচনে ২৫১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

0
93

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩১ জন, সাধারণ সদস্য পদে ১৬৮ এবং সংরক্ষিত (নারী) পদে ৫২ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ সোমবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মির্জাপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৫ জন, মেম্বার পদে ৩৫ জন এবং সংরক্ষিত (নারী) পদে ১৪ জন। ধোপাকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, মেম্বার পদে ৩০ এবং সংরক্ষিত (নারী) পদে ১০ জন।

আলমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, মেম্বার পদে ২৮ জন এবং সংরক্ষিত (নারী) পদে ১১ জন।
নগদা শিমলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, মেম্বার পদে ৩৭ জন এবং সংরক্ষিত (নারী) পদে ৯ জন এবং
হাদিরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, মেম্বার পদে ৩৮ জন এবং সংরক্ষিত (নারী) পদে ৮ জন প্রার্থী রিটার্নিং অফিসারের নিকট তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।

আগামী ৬ জানুয়ারি রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই, ১৩ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার এবং ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ শেষে ৩১ জানুয়ারি (সোমবার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকল ইউনিয়নের ভোটার ইভিএম এর মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবে।

উল্লেখ্য, মামলা সংক্রান্ত জটিলতায় ৬ষ্ঠ ধাপে উপজেলার হেমনগর ও ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রয়েছে।