খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
163

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে ২রা জানুয়ারি ২০২২ইং সকাল১১.০৫ মিনিটের সময় মামলার ঘটনাস্থল রূপসা থানাধীন আইচগাতী উত্তরপাড়া জামে মসজিদের পূর্ব পাশে ধৃত নুরজাহান বেগমের বাড়ীর গেটের সামনে থেকে আসামী ১। নুর জাহান বেগম (৪০), পিতা-মৃত নুর ইসলাম, স্বামী- মুনছুর আলী সরদার, স্থায়ী সাং-বড় আঁচড়া গেট পাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর, বর্তমান সাং-আইচগাতী (উত্তর পাড়া, জামে মসজিদের পূর্ব পাশে), থানা- রূপসা, জেলা-খুলনা কে গ্রেফতার করেন।

গ্রেফতার পূর্বক আসামী ০১ (এক) কেজি কথিত মাদকদ্রব্য গাঁজা তার নিজ হাতে বের করে দেন। এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে ২রা জানুয়ারি ২০২২ইং তারিখ বেলা ১১.৩০ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন।যার নং- ০২, তারিখ- ০২/০১/২০২২ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক)। উল্লেখ্য যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীর নামে ইতিপূর্বে ১ টি মাদক আইনে মামলা রয়েছে।

খুলনা জেলা ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২ জানুয়ারী রবিবার বিকালে উপরোল্লিখিত তথ্য তরঙ্গ নিউজকে নিশ্চিত করা হয় ।