শ্রীনগরে বিবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ

0
148

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ৪৯নং বিবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ হয়েছৈ। গত শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ১৭৬ জন ছাত্র-ছাত্রীর হাতে এসব বই তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মঈম কমল, স্থানীয় মহিলা ইউপি সদস্য রেখা আক্তার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাভলী আক্তার, শ্যামলী খানম, প্রভাতী বাড়ৈ, লিজা আক্তার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিশুদের মুখে হাঁসি ফুটে উঠেছে।

শ্রীনগর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৪টি ইউনিয়নের ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৩টি বেসরকারি বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৩২ হাজার ৪৪ জন কোমলমতি শিক্ষার্থীর মাঝে একযোগে ১০ লাখ ৭৫ হাজার ৩৬২টি বই বিতরণ করা হয়। এর আগে সকালে উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ শ্রীনগর সদর ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।