নতুন বই পেয়ে উচ্ছসিত রামপালের শিক্ষার্থীরা

0
175

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেল শিক্ষার্থীরা ৷ তবে করোনা পরিস্থিতির কারণে উৎসব ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি থেকে বই বিতরণ করা হয়েছে। দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে নতুন বই পেয়ে বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেলেও ওমিক্রনের শংকা দুঃশ্চিন্তা বাড়াচ্ছে অভিভাবকদের ৷

এদিন সকালে রামপাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রাথমিক ও মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ইউএনও মোঃ কবীর হোসেন ও স্কুলের শিক্ষকবৃন্দরা। অভিভাবকরাও শিক্ষার্থীদের সাথে এসেছেন।

এই বিদ্যালয়ে পড়ুয়া ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবক রোমানা আক্তার জানান, করোনার কারনে দীর্ঘদিন স্কুল বন্দ থাকায় ছেলেমেয়েদের পড়াশুনার অনেক ক্ষতি হয়েছে ৷ তবে এখন স্কুল খোলা থাকায় সেই ক্ষতি কাটিয়ে উঠছে ৷ বিশ্বব্যাপী ওমিক্রনের ঢেউ এর কারনে তারা নতুন করে বেশ দুশ্চিন্তায় পড়েছেন ৷

বিদ্যালয়ের ৮ম শ্রেনীতে পড়ুয়া সজীব বলেন, বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে অনেক ভালো লাগছে । তাছাড়া দীর্ঘদিন পর সবাই একসাথে শ্রেনীকক্ষে বসে বই নিচ্ছি ৷ এই আনন্দ ভাষায় বর্ননা করার মতো নয় ৷

রামপালের অন্যান্য প্রাথমিক ও মাধ্যমিক স্কুলসহ ইবতেদায়ী মাদ্রাসাতেও বই বিতরণ হয়েছে। সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, উপজেলাতে ১৪৩ টি প্রাথমিক বিদ্যালয় আছে ৷ শতকরা ৮০ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বই বিতরণ সম্পন্ন করা হয়েছে ৷

রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক জানান, উপজেলার ৪৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭ টি মাদ্রাসার জন্য আমরা ২ লাখ ১১ হাজার ৫৩২ বই এর চাহিদা দিয়েছিলাম ৷ তার মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৮৭৮ বই পেয়েছি ৷ সেসব বই সকল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিতরণ করা হয়েছে ৷