দেশে ওমিক্রনে আক্রান্ত আরও একজন

0
77

দেশে আরও এক ব্যক্তি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকায় রয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ওমিক্রন শনাক্ত হয়েছে তিন জনের শরীরে। সোমবার (২৭ ডিসেম্বর) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এ তথ্য প্রকাশ করেছে।

জিআইএসএআইডি’র তথ্যমতে, গত ২৩ ডিসেম্বর ওমিক্রনে আক্রান্ত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি পুরুষ। তার বয়স ৫৬ বছর। এর আগে জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ জাতীয় দলের দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছিল।