শাহজাদপুরে চেয়ারম্যান পদে নৌকার ৭ ও স্বতন্ত্র ৩ জন জয়ী

0
90

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে ৭জনের মধ্যে ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও ৬ জন প্রার্থী এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থীকে বেসরকারি নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

গতকাল রবিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে বিজয়ী চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা আসনে বিজয়ীদের ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাহি অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহো।

এসময় উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন ও রিটার্নিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। নৌকা প্রতীকে বিজয়ী প্রার্থীরা হলেন, গাড়াদহ সাইফুল ইসলাম ( বিনা প্রতিদ্বন্দ্বিতায়) , রূপবাটি আব্দুল মজিদ মন্ডল, পোতাজিয়া আলমগীর জাহান বাচ্চু, গালা মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, খুকনী মুল্লুক চান, জালালপুর হাজী সুলতান মাহমুদ, নরিনা শামীম হোসেন। অন্যদিকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন, কায়েমপুর জিয়াউল আলম ঝুনু, কৈজুরী মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন (খোকন মাস্টার) ও বেলতেৈল রফিকুল ইসলাম।