১৯ বছর পর পলাশবাড়ীতে দুটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী

0
80

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : ১৯ বছর পর হওয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ও ৪ নং বরিশাল ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন।

উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতিকে ৪ হাজার ৮ শত ৮২ ভোট পেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী সাজু প্রমানিক কাপ পিরিচ প্রতিকে পেয়েছেন ৩ হাজার ২ শত ১০ ভোট। রোববার রাত পৌনে নয়টায় নির্বাচিত প্রার্থী আবু বক্কর সিদ্দিকের হাতে ফলাফল সীট তুলে দেন উপজেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম।

এর আগে ৪ নং বরিশাল ইউনিয়ন পরিষদের নির্বাচনে আনারস প্রতিকে ৪ হাজার ১ শত ৭৭ ভোট পেয়ে সাংবাদিক রফিকুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী হিসাবে স্বতন্ত্র প্রার্থী শামিম আহম্মেদ মটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৮ শত ৩২ ভোট। নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক রফিকুল ইসলামের হাতে ফলাফল সীট তুলে দেন উপজেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম। এসময় উপজেলা নির্বহিী অফিসার কামরুজ্জমান নয়ন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।