রামপালে স্কুল পর্যায়ে ফাইজার টিকা পাচ্ছে ১৪ হাজার ৮ শ ১৯ জন শিক্ষার্থী

0
84

সুব্র ঢালী, বাগেরহাট: বাগেরহাটের রামপালে করোনার সংক্রমণ রোধে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের
করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ এ টিকাদান কর্মসূচির আয়োজন করে। রবিবার (২৬ ডিসেম্বর ) সকালে থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহীতাদের ব্যাপক ভিড় দেখা গেছে। এই টিকা কার্যক্রমে ১৪ হাজার ৮ শ ১৯ জন শিক্ষার্থীদের ফাইজার টিকা প্রদান করা হবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: সুকান্ত কুমার পাল বলেন, করোনার সংক্রমণ এড়াতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সারাদেশের মতো রামপালে ১২ থেকে ১৭ বছর বয়সী ১৪ হাজার ৮ শ ১৯ জন শিক্ষার্থীকে ফাইজার টিকাদান কার্যক্রম ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং টিকাদান চলমান আছে ৷ আমাদের পর্যাপ্ত টিকা আছে ৷ ধাপে ধাপে আমরা সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকাদান সম্পন্ন করবো।