ভ্যাকসিন দীর্ঘস্থায়ী সুরক্ষা দেবে না: মার্কিন বিশেষজ্ঞ

0
96
injecting injection vaccine vaccination medicine flu man doctor insulin health drug influenza concept - stock image

মহামারি করোনা মোকাবেলায় খুব দ্রুত ও কার্যকরী ভ্যাকসিন তৈরি করা হলেও এটি দীর্ঘস্থায়ী সুরক্ষা দেবে না বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থার প্রধান বিশেষজ্ঞ।

সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ড. আর্নল্ড মন্টো জানান, বিশ্বে এরআগে এতো দ্রুত ভ্যাকসিন প্রস্তুত হয়নি। প্রত্যাশার তুলনায় এটি অনেক বেশি কার্যকর। তবে সম্প্রতি লাখ লাখ মার্কিনী ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানায় এবং ৬ মাস পর আবারও ভ্যাকসিন নিতে হবে কিনা এমন প্রশ্ন তোলে।

তার জবাবে মন্টো স্বীকার করেন, সময়ের সাথে সাথে কার্যকারিতা কমে। তাই ভ্যাকসিন দীর্ঘস্থায়ী সুরক্ষা দেবে কি না তা নিশ্চিত নয়।

একইসঙ্গে নতুন নতুন ভ্যারিয়েন্টের কারণে এটি আরও কঠিন হয়ে পড়ছে বলে উল্লেখ করেন তিনি।

এ অবস্থায় বুস্টার ডোজও দীর্ঘস্থায়ী সুরক্ষা দেবে কি না তা অনিশ্চিত বলে জানান ওই গবেষক।