ঝিনাইদহে কালীগঞ্জে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

0
80

মানিক ঘোষ ,নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তালেশ্বর বাজার থেকে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪০ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ থানার এস.আই জাকারিয়া মাসুদের নেতৃত্বে তাদের আটক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এএসআই সাইফুর রহমান, কনস্টেবল খালিদ হাসান, ফারুক হোসেন।

আটককৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (৪০) ও যশোরের চৌগাছা উপজেলার মাড়ুয়া পূর্বপাড়া এলাকার মৃত করিম বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেন (৪০) ও মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের আজিজুর রহমানের ছেলে মোঃ রিপন আলী (৩১)।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশ উপজেলার তালেশ্বর বাজারে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মাদক মামলা হয়েছে।