শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধা পরিবারদের মাঝে শীতবস্ত্র প্রদান

0
109

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টায় শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে বিজয় দিবসের সুবর্ন জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান এর সঞ্চালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রসিদ তালুকদার, বীরমুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, মোয়াজ্জেম হোসেন ছমরু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুশীল শীলসহ প্রমুখ।