পার্বতীপুরে বাক প্রতিবন্ধি যুবকের লাশ উদ্ধার

0
73

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে খোরশেদ আলম (৩০) নামে এক বাক প্রতিবন্ধি যুবকের লাশ উদ্ধার করেছে পার্বতীপুর মডেল থানাপুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টায় বাড়ি সংলগ্ন জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। খোরশেদ উপজেলার রামপুর ইউনিয়নের জমিরহাট লক্ষ্মণপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, খোরশেদ বুধবার রাতে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকালে বাড়ি সংলগ্ন মনিপুকুরের পাশের জমিতে তার লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেরাশেদ মৃগী রোগে আক্রান্ত ছিলো। লাশ উদ্ধারে পর ময়না তদন্তের জন্য দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হয়েছে।