খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

0
78

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালীন মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে ২২ ডিসেম্বর বুধবার ৭ টা ৩০ মিনিটের সময় রূপসা থানাধীন মামলার ঘটনাস্থল রূপসা থানাধীন দেয়াড়া (পূর্বপাড়া) সাকিনস্থ জনৈক পঙ্কজ পালের বাড়ীর সামনে সেনের বাজার হইতে গাজীর হাটগামী পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ সালাহ্ উদ্দিন ওরফে লালু (৪৬), পিতা- মৃত ওয়াজেদ আলী শেখ, মাতা- সালেহা বেগম, সাং- দেয়াড়া (পূর্বপাড়া), থানা- রুপসা, জেলা- খুলনা ’ কে গ্রফতার করে। গ্রেফতার পূর্বক আসামীর হেফাজতে হতে ৩৪ (চৌত্রিশ) পিচ হালকা কমলা রংয়ের কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ২২/১২/২০২১ তারিখ ৭ টা ৪৫ মিনিটের সময় জব্দতালিকা করতঃ রূপসা থানার মামলা নং- ২৪, তারিখ- ২২/১২/২০২১ ; ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের করে।

২৩ ডিসেম্বর বৃহ্স্পতিবার খুলনা জেলা ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য জানানো হয় ।