শ্রীনগরে ষোলঘর ইউনিয়ন আ’লীগ নেতা মোয়াজ্জেম হোসেন সেন্টুকে বরখাস্ত

0
73

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বিদ্রোহী পরাজিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন সেন্টুকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের স্বাক্ষরিত এক চিঠি সূত্রে এতথ্য জানা যায়।

জানা গেছে, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড আজিজুল ইসলামকে দলীয় মনোনীত প্রার্থী ঘোষনা করেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ষোলঘর ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে মোয়াজ্জেম হোসেন সেন্টু চশমা প্রতীক নিয়ে নৌকা প্রার্থীর প্রতিদ্ব›িদ্বতা করেন। যা আওয়ামী লীগের গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী।

সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে বিদ্রোহী প্রার্থী মোয়াজ্জেম হোসেন সেন্টুকে সাময়িক বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, ঘোলঘরে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিপুল ভোটে নৌকার প্রার্থী আলহাজ আজিজুল ইসলাম দ্বিতীয় বারের মত ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।