বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে জাসদ

0
73

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদের ৬ সদস্যের প্রতিনিধি দল। বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিচ্ছে ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

প্রতিনিধি দলে আরও রয়েছেন জাসদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরিন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম, সহসভাপতি মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন ও রেজাউল করিম তানসেন।

জাসদের পক্ষ থেকেও নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হবে বলে জানা যায়।

নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সোমবার থেকে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রথম দিন সংলাপে অংশ নেয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। পর্যায়ক্রমে নিবন্ধিত ৩৮টি দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ অনুষ্ঠিত হবে।