করোনার আরেকটি ঢেউ আসছে: বিশ্বস্বাস্থ্য সংস্থা

0
91

ইউরোপের দেশগুলোকে হুশিয়ার করে দিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার আরেকটি ঢেউ আসছে। ইউরোপের ৩৮টি দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর এমন সতর্ক বার্তা জানালো সংস্থাটি।

ভিয়েনায় মঙ্গলবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান হান্স ক্লুজ ​বলেন, নভেম্বরের শেষের দিকে ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মধ্যে অন্তত ৩৮টি দেশে ওমিক্রন শনাক্ত করা হয়েছে। ডেনমার্ক, পর্তুগাল এবং যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে ইতোমধ্যে এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, আরেকটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যে ওমিক্রন এই অঞ্চলের আরও দেশে ছড়িয়ে পড়বে, যা স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ঝুঁকির দিকে ঠেলে দেবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলে রাশিয়া এবং অন্যান্য সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র, পাশাপাশি তুরস্ক অন্তর্ভুক্ত। ক্লুজ বলেন, বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা। সুরক্ষার জন্য তিনি বুস্টার ডোজ প্রদানকে জোরদার করার আহ্বান জানিয়েছেন।