হামিদপুর ইউনিয়নে ঘোড় দৌড় শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে পুরষ্কার বিতরণ

0
74

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুর পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নে ক্রীড়াপ্রতিযোগীতা ঘোড় দৌড় শেষে মুক্তিযোদ্ধাদের পুরষ্কার বিতরণ।

শনিবার বিকেল ৪টায় পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বড়পুকুরিয়া নতুন ঈদগাহ মাঠে, যুব সম্প্রদায়ের আয়োজনে আসাদুজ্জামান আসাদের পরিচালনায় সাগির ইসলামের উপস্থাপনায় এক ক্রীয়া প্রতিযোগিতা ও ঘৌড় দৌড় অনুষ্ঠিত হয়েছে, ঘোড় দৌড় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধাগন।

বিশেষ অতিথি ছিলেন মোঃ সোলায়মান সামি, সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহি কমিটি, বিশেষ অতিথি ছিলেন ব্যাবসায়ী আমিনুল ইসলাম বাচ্চু, ব্যাবসায়ী মোঃ গোলাম মোস্তফা, ব্যবসায়ী আবুল কালাম আজাদ নুরু,বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পাটির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য সোলায়মান সামি বলেন, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে যুবকদের খেলাধুলার বিকল্প নাই, আজকের যুবকেরা আগামীদিনের ভবিষ্যৎ, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ স্যার বলতেন মুক্তিযোদ্ধারা সন্তান এবং পল্লীবন্ধু এরশাদ স্যারের আমলে ১০১ টাকা মুল্যে সারাদেশে ৬৪ জেলা মুক্তিযোদ্ধা অফিস দিয়ে মুক্তিযোদ্ধাদের মুল্যায়ন করেছেন।

ক্রীড়া প্রতিযোগীতা শেষে ঘৌড় দৌড়ের প্রথম পুরস্কার টেলিভিশন ও ২য় পুরস্কার মোবাইল ফোন, ক্রীয়া প্রতিযোগিতায় প্লেট এবং প্রায় ৪১ জন বীরমুক্তিযোদ্ধাদের পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়। এ সময় ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।