সৈয়দা জোহরা তাজউদ্দীনের মৃত্যুবার্ষিকী

0
106

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ও প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সহধর্মিণী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীনের অষ্টম মৃত্যুবার্ষিকী ২০ ডিসেম্বর (সোমবার)। ২০১৩ সালের এই দিনে ৮১ বছর বয়সে তিনি মারা যান।

সৈয়দা জোহরা তাজউদ্দীন ১৯৩২ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালের ২৬ এপ্রিল তাজউদ্দীন আহমদের সঙ্গে বিয়ে হয় তার। রাজনৈতিক জীবনে পঁচাত্তরে জাতির পিতা শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আওয়ামী লীগের সংকটময় মুহূর্তে ১৯৭৭ সালে আহ্বায়ক হিসেবে দলের হাল ধরেছিলেন জোহরা তাজউদ্দীন। সে সময় বলিষ্ঠ ভূমিকা পালন করে দলকে সুসংগঠিত রেখেছিলেন তিনি। দীর্ঘ প্রবাসজীবন শেষে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরলে তার হাতে দলের নেতৃত্ব তুলে দেন তিনি।

১৯৯১ সালে গাজীপুরের কাপাসিয়া থেকে এমপি নির্বাচিত হন সৈয়দা জোহরা তাজউদ্দীন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। পরিবারের পক্ষে মরহুমার মেয়ে সংসদ সদস্য সিমিন হোসেন রিমির রাজধানীর বনানীর বাসায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।