খুলনায় সর্বোচ্চ করোনা শনাক্ত, সর্বোচ্চ মৃত্যু

0
103

খুলনা প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় ( মঙ্গলবার থেকে বুধবার ) খুলনায় করোনা পরীক্ষায় আরও ১৫৬ জনের নতুন করে শনাক্ত হয়েছে। একদিনে করোনা আক্রান্ত চার জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও করোনা ডেডিকেটেড হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বুধবার পিসিআর মেশিনে ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে মোট করোনা পজেটিভ রিপোর্ট এসেছে ১৭২টি, খুলনার হলো ১৫৬টি। আর খুলনার নমুনা পরীক্ষা করা হয় ৩৫০টি। এছাড়াও বাগেরহাটে চার জন, যশোরে তিন জন ও নড়াইলে ১ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের (ডায়াবেটিক হাসপাতাল) ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শেখপাড়া এলাকার জালাল উদ্দিন (৭২), সকাল সাড়ে ১০টায় দৌলতপুর পাবলা এলাকার নেসার উদ্দিন (৫৬) ও সকাল ১১টায় টুটপাড়া দিলখোলা রোডের ঠিকাদার মোঃ ওমর ফারুক (৫৪)। এছাড়াও মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাট ফকিরহাটের বাসিন্দা ডা: উপেন্দ্রনাথ (৭০) মারা যান।

উল্লেখ্য, এনিয়ে খুলনায় মোট করোনা সনাক্ত হয়েছে ১৩৬২ জন আর মৃত্যু হয়েছে ১৮ জনের।