দেশজুড়ে

স্কুলছাত্রীর আপত্তিকর ছবি ধারন, ৩০ হাজার টাকায় ধামাচাপা

মির্জাগঞ্জ( পটুয়াখালী) প্রতিনিধিঃ মির্জাগঞ্জে স্কুলছাত্রী (১৫)নামে এক তরুনীর আপত্তিকর ছবি মোবাইলে ধারনের অভিযোগ উঠেছে একই গ্রামের এক যুবকের বিরুদ্ধে।ঘটনা ৩০ হাজার টাকায় ধামাচাপার গুঞ্জন চলছে এলাকায় । ঘটনাটি ঘটেছে (১৫ ডিসেম্বর) সকালে মির্জাগঞ্জ ইউনিয়ের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামে৷

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকালে ভুক্তভোগী স্কুলছাত্রী  বলেন, বুধবার সকালে মা ও স্বজনরা ঘড় থেকে জরুরী কাজের জন্য বাহিরে জায়। উৎ পেতে থাকা আব্বাস হাওলাদার ভুক্তভোগীর অজান্তে ঘরে প্রবেশ করে থাকেন। পরে জোরপূর্বক হাতে থাকা মোবাইল দিয়ে অনাপত্তিকর দুইটি ছবি তুলেন। ভুক্তভোগী কান্নাকাটি করিলে তাকে ছেড়ে দিয়ে বলে শুক্রবারে বাড়ীর পাশে বাগানে না গেলে ছবি ফেইসবুক ছেরে দিবে। এ ব্যাপারে ভুক্তভোগীর মায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন আপনারা যা শুনছেন তা সত্য।এ ছারাও অনেক আগেও আমার মেয়েকে বিরক্ত করছে।

এ বিষয়ে মুঠোফোনে ভুক্তভোগীর বাবার কাছে মুঠোফোনে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি মিমাংসা হয়েছে বলে ফোনের লাইন কেটে দেয়৷

অভিযুক্তের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করা যাইনি ও বাড়িতে নাই বলে জানিয়েছেন তার পরিবাররা ৷ মুঠোফোনে যোগাযোগ করতে চাইলেও সম্ভব হইনি৷

মিমাংসাকারী নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনিও সত্যতা নিশ্চিত করে বলেন দুই পরিবারই গরিব তাই দুইপক্ষকে ডেকে মিমাংসা করা হয়েছে।

এ বিষয়ে মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল হক লিটন বলেন, আমি জানিনা এরা কেউ আমার কাছে আসেনি।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button