দেশজুড়ে

কামারখন্দে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে বাসচাপায় চেয়ারম্যান প্রার্থীসহ আহত ৪

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নির্বাচনী প্রচারণা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন উপজেলার ১নং ভদ্রঘাট ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক খান সহ ৪ জন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে নির্বাচনী প্রচারণা শেষে অটোরিকশায় বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে গাইবান্ধা থেকে ঢাকাগামী সোনালী পরিবহনের যাত্রীবাহী একটি বাসচাপায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন, সরকারদলীয় চেয়ারম্যান প্রার্থী (নৌকা) আব্দুল মালেক খান (৫২), ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন (৩৫), ছাত্রলীগ নেতা সিয়াম (২৬) ও অটোরিকশা চালক দুলাল হোসেন (৪২)।

এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় রিকশাচালক দুলাল হোসেন কে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বকিদের সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button