দেশজুড়ে

ফুলবাড়ীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে বিজয় দিবস পালিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নে প্রতিবন্ধী বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত।

গতকাল বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলা দৌলতপুর ইউনিয়নে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ফুলবাড়ী উপজেলার দৌলতপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে ১০৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সকাল ১১টায় প্রতিবন্ধী স্কুল মাঠে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলা অনুষ্ঠিত হয়। খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়নের গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদেব কুমার রায়, বিদ্যালয়ের জমিদাতা চিত্তরঞ্জন রায় ও নব-নির্বাচিত ইউপি সদস্য মোঃ ওবায়দুল ইসলাম, দৌলতপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রতিনিধি ও প্রাক্তন ইউপি সদস্য অমিতাভ রায়।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধিজন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button