রাজনীতি

দেশের মানুষ ভয়ঙ্কর অরাজকতার মধ্যে বাস করছে: রিজভী

দেশের মানুষ আজ ভয়ঙ্কর অরাজকতার মধ্যে বাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে জাসাস।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত টিক্কা খান যে পরিস্থিতি, যে নৈরাজ্য সৃষ্টি করেছিলো- বর্তমানেও তাই চলছে।

তিনি বলেন, বিচারবহির্ভূত গুম, খুন, হত্যা, ভয় আর না হলে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দিী করে রাখে। এরকম একটা ভয়ঙ্কর অরাজকতার মধ্যে আমরা বাস করছি। ১৯৭১ সাল আর শেখ হাসিনা আমলের মধ্যে কনো পার্থক্য নেই। এর থেকে বাঁচতে হলে আমাদের মৃত্যুঝুঁকি নিয়ে এগিয়ে যেতে হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জাসাস প্রতিবারই ১৬ ডিসেম্বরে বাইরে প্রোগ্রাম করে। কিন্তু এই কর্তৃত্ববাদী সরকারের আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সেই সুযোগটি দেয় নাই। তাই বাধ্য হয়ে এখানে তারা অনুষ্ঠানটি করেছে।

তিনি বলেন, আমাদের গণতন্ত্র পরিসরকে বৃদ্ধি করার জন্য সাংস্কৃতিক দল তৈরি করা অত্যন্ত জরুরি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button