দেশজুড়ে

রাজারহাটে মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তি পালিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের সুবর্ণ জয়ন্তি পালিত হয়েছে।

সূর্যদয়ের সাথে সাথে ৫০বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে উপজেলা পরিষদ,রাজারহাট থানা,মুক্তিযোদ্ধা সংসদ,বাংলাদেশ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, রাজারহাট প্রেসক্লাব,বাসদ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক ও পেশাজীবি সংগঠন গুলো পুস্পার্ঘ অর্পণ করে।

রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়াদী বাপ্পী,উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম এবং রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।

এদিকে বিজয়ের সুবর্ণ জয়ন্তিতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ পাঠের সাথে বিভিন্ন স্থানের ন্যায় রাজারহাট প্রেসক্লাব এর সাংবাদিক ও স্থানীয় সুধীবৃন্দ অংশ গ্রহন করেন।

এসময় রাজারহাট প্রেসক্লাব এর সভাপতি সরকার অরুণ যদু,সহ-সভাপতি মোবাশ্বের আলম লিটন,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,বীর মুক্তিযোদ্ধা মনিরাজ সরকার,রাজনৈতিক ব্যক্তিত্ব বাদশা মিয়া,মাহফুজার রহমান,সাংবাদিক আয়াতুল হোসেন জাহিদ,শহিদুল ইসলাম,ব্যবসায়ী সাইফুল ইসলাম,আরব আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button