শ্রীনগরে জলাবদ্ধ আলুর জমি নিয়ে বিপাকে কৃষক

0
85

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে হাজার হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোন ভাবেই জমির পানি যেন নিস্কাশন হচ্ছেই না। এতে করে আলু চাষে কৃষকরা বিলম্বনায় পড়েছেন। গত টানা বৃষ্টির জমাট পানির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন দিশেহারা হয়ে উঠেছেন। বৃষ্টির পানিতে বীজআলু বপনকৃত ৬০০ হেক্টর জমি প্লাবিত হয়। শঙ্কা কাটিয়ে জমিতে পুনরায় বীজ বপনের চেষ্টা করছেন তারা। বিভিন্ন খাল-বিল, সেতু-কালভার্টের মুখ আটকিয়ে মাটি ভরাটের কারণেই এই অঞ্চলের ফসলী জমিগুলো দিনদিন হুমকির মুখে পড়ছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে আলু, বোরো ধান, সরিষা, সবজির বাগান ও বীজতলাসহ বিভিন্ন ফসলী জমি প্লাবিত হয়ে যায়। নিচু জমিগুলোতে বর্ষার পানি নিস্কাশনের আগেই টানা বৃষ্টির পানি যোগ হওয়ায় বেশীর ভাগ দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকরা পুনরায় জমিতে আলুবীজ বপনে বিলম্বনায় পড়ছেন। লক্ষ্য করা যায়, বীরতারা এলাকায় কোন কোন জমিতে নষ্ট আলুবীজ উঠিয়ে জমিতে পুনরায় হালচাষ ও সার ছিটানোর কাজ করছেন। কেউ কেউ শ্যালো ইঞ্জিন লাগিয়ে জমির পানি নিস্কাশন করছেন। নানা প্রতিকূলতা ও লোকসান কাটিয়ে উঠেতে এবছরও আলু চাষের স্বপ্ন দেখছিলেন। বীজ বপনের শুরুতেই টানা বৃষ্টি এখানকার কৃষকদের তাদের স্বপ্ন ভঙ্গ করে। কেড়ে নেয়। জমিতে জলাবদ্ধতাই আলু চাষে এখন প্রধান বাঁধা হয়ে দাড়িয়েছে।

বীরতারা এলাকার আবুল হোসেন (৫৫), সেলিম (৪৫), তোফাজ্জাল মোল্লা (৬০), জামাল হাওলাদার (৫৫) সহ অনেকেই বলেন, ঋৃন ও ধারদেনা করে আলু চাষ শুরু করেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে অসময়ে বৃষ্টিতে বপনকৃত আলুর জমি সব ডুবে যায়। এখন জমির পানি নিস্কাশন হচ্ছেনা। অতিরিক্ত অর্থ ব্যায় করে বীজ, সার, জমি চাষ করতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে দীর্ঘ বিলম্ব হচ্ছে। বৃষ্টির সার্বিক পরিস্থিতির কারণে চাষবাসে কৃষি শ্রমিকের সংকটে পড়েছেন বলেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে বীরতারা, তন্তর, আটপাড়া ও কুকুটিয়া ইউনিয়নে বেশী আলু চাষ হয়। উপজেলায় ২ হাজার ২’শত হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নিয়ে ডিসেম্বরের শুরুতেই জমিতে আলুর বীজ বপন করেন এখানকার কৃষকরা। বৃষ্টিতে বীরতারাসহ বিভিন্ন স্থানে প্রায় ৬’শত হেক্টর আলু জমি পানিতে ডুবে নষ্ট হয়। প্রতি কানি জমিতে (১৪০ শতাংশ) প্রায় ২ লাখ টাকার লোকসানের মুখে পড়েন কৃষক। কৃষকের নিজস্ব জমির ক্ষেত্রে এই লোকসানের পরিমান কিছুটা কম হতে পারে। পুনরায় বীজআলু, জমি হালচাষ, সার, শ্রমিক মজুরীসহ অন্যান্য খরচ শেষে আলু চাষে কৃষকদের দ্বিগুন খরচ হচ্ছে। সেই হিসেব অনুযায়ী জমিতেই কৃষকের উৎদপাদীত প্রতি মণ আলুর দাম পরবে কমপক্ষে ৮০০ টাকা করে।

উপজেলা কৃষি অফিসার শান্তনা রানী জানান, কিছু কিছু খাল ও কালভার্ট ভরাটের কারণে পানি নিস্কাশনে বাঁধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে এমপি মহদোয় আমাদের কাছে তালিকা চেয়েছেন।

এ ব্যাপারে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, কৃষকদের প্রণোদনার বিষয়ে সরকারের কাছে প্রস্তাবনা রেখেছি। এখনও কোন সিদ্ধান্ত আসেনি। তার পরেও আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা প্রস্তুত করেছি। যদি উপজেলা পরিষদ থেকে সুযোগ থাকে তাহলে সহযোগীতা করা হবে। এরই মধ্যে সরেজমিনে জলাবদ্ধতা নিরশনে বিভিন্ন স্থানে কয়েকটি বাঁধ চিহ্নিত করেছি। এগুলোর বিষয়ে স্থানীয় এমপি মহদোয়ের সাথে আলোচনা করা হচ্ছে।