সরিষাবাড়ী উপজেলায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

0
97

তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর থেকে: ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন কর্মসুচী পালন করেছে সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধা রাতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে বীর শহীদদের স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে এ কর্মসুচী পালন করা হয়েছে।

এ সময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মৎস‌্য ও প্রানি সম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল,উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা,সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মোফাজ্জল হোসেন,ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, যুগ্ম সম্পাদক তাহমিনা বিথী সহ বীর মুক্তিযোদ্ধা গন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ /সদস‌্য/সদস‌্যাগন উপস্থিত ছিলেন।