নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে অধ্যক্ষ আব্দুর রশীদ এর কর্মী সমাবেশ


তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর: প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত নৌকা প্রতিকের মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার অঙ্গীকার নিয়ে তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি ও অধ্যক্ষ আব্দুর রশীদ এর পদযাত্রা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪ টায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা,পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সরিষাবাড়ী পৌর সভা চত্বরে এ পদযাত্রা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে অধ্যক্ষ আব্দুর রশীদ কে প্রথমে ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ স্বাগত জানান। পরে ধনবাড়ী থেকে আওয়ামীলীগের রাজনীতির ইতিহাসে সরিষাবাড়ীর সেরা সফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুনুর রশিদ হারুনের নেতৃত্বে হাজার হাজার মোটর সাইকেল বহর নিয়ে দিগপাইত উপ-শহরে হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে সরিষাবাড়ী পৌর সভা চত্বরে পদযাত্রা ও কর্মী সমাবেশ মিলিত হয়ে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশ্য অধ্যক্ষ আব্দুর রশীদ বক্তব্য রাখেন।তার আগমনে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলে মিছিলে ও মোটর সাইকেল শোভাযাত্রাটি সমাবেশ স্থলে হাজার হাজার জনতার ঢলে জনসভায় পরিনত হয়।
এ সময় আরও বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ সভাপতি সৈয়দ নাছির উদ্দিন, তেজগাঁও থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ওয়াহিদুজ্জামান বাবু, সরিষাবাড়ী পৌর মেয়র মনির উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদা,জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,উপজেলা আওয়ামীলীগের সদস্য এ্যাড.শহিদুর রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমীন হোসাইন শিবলু প্রমুখ।
বক্তারা উন্নয়নের ধারা অব্যহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। কর্মী সভা পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান।
এসময় বক্তারা আসন্ন ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নের নৌকার প্রতীকের প্রার্থীদেরকে বিজয় করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান সহ যারা দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে দল ব্যাবস্থা গ্রহন করবে বলে বক্তব্যে উল্লেখ করেন। কর্মী সভায় উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।