মির্জাগঞ্জে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের লিফলেট বিতরণ

0
199

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (১২ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সুবিদখালী বাজারে এ কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম-আহবায়ক বাদল হাওলাদার, সদস্য শুভ, তুহিন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার মোখলেচ, যুগ্ম-আহবায়ক শাহিন হাওলাদার, যুবদলের যুগ্ম-আহবায়ক ফেরদৌস হাসান সৌরভ, হাসিবুল জাকারিয়সহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।