বিনোদন

হিরো আলমের ফেসবুকে পেজ থেকে ব্লু-ব্যাজ উধাও

বেশ কিছুদিন আগে আশরাফুল আলম ওরফে হিরো আলমের পেজ ভেরিফায়েড করে ব্লু-ব্যাজ দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। কিন্তু হুট করেই তার ব্লু-ব্যাজ উধাও হয়ে গেছে। মূলত ফেসবুক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ব্যবস্থা চালু আছে। যেখানে অ্যাকাউন্টের নামের পাশে নীল রঙের একটি টিক চিহ্ন থাকে!

এ প্রসঙ্গে হিরো আলমের বলেন, আমি বুঝতে পারছি না কেন এমন হলো। হতে পারে কেউ আমার বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছেন। আমি নিশ্চিত না হয়ে এ বিষয়ে কিছু বলতে পারছি না।

এদিকে সর্বশেষ ‘পালালো পালালো মুরাদ হাসান’ শিরোনামে একটি গান নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন হিরো আলম। তার ফেসবুক পেজেও গানটির ভিডিও ভেসে বেড়াতে দেখা যায়। এর আগে ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ গানটি নিজের কণ্ঠে গেয়ে ভাইরাল হন হিরো আলম! তবে তিনি বাংলার বদলে হিন্দিতে গানটি গেয়েছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button