রাজধানীতে আইস-ইয়াবাসহ গ্রেপ্তার ৭৮

0
86

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভয়ংকর মাদক আইস, ইয়াবা, হেরোইন ও গাঁজা জব্দ করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) ভোর ছয়টা থেকে রোববার (১২ ডিসেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার ৭৮ জনের কাছ থেকে ১৪ হাজার ৩১২ পিস ইয়াবা, ৪৬১ গ্রাম (এক হাজার ২৬৪ পুরিয়া) হেরোইন, ২৬ কেজি ৫৩৫ গ্রাম গাঁজা ও এক গ্রাম ক্রিস্টাল আইস জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪টি মামলা হয়েছে বলেও জানান তিনি।