রামপালে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
100

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালের শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷ শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টায় রামপালের বাঁশতলী ইউনিয়নের গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র ৷

বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনুর রশিদ ৷ সভায় বিশেষ অতিথি হিসাবে রামপাল ইউএনও মোঃ কবীর হোসেন, রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দীন, আবুল কালাম ডিগ্রি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক, গিলাতলা সরকারী বহুমূখী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷