জাতিসংঘ মহাসচিবের দুই দিনের কোয়ারেন্টাইনের অবসান

0
84
Antonio Guterres, UN High Commissioner for Refugees UNHCR at a Press Conference after 66th session of Excom. 9 October 2015. UN Photo / Jean-Marc Ferré

জাতিসংঘ মহাসচিব বৃহস্পতিবার করোনা টেস্টে নেভেটিভ হয়েছেন। করোনাভাইরাস আক্রান্ত এক জাতিসংঘ কর্মকর্তার সংস্পর্শে আসায় তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

এই টেস্টের মাধ্যমে তার দুই দিনের আইসোলেশনের অবসান ঘটে। টেস্টে নেগেটিভ হওয়ার কথা জানিয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, সাংবাদিকদের সাথে কথা না বলে ৭২ বছর বয়সের জাতিসংঘ প্রধান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিয়েছেন।

গুতেরেস ভ্যাকসিনের দুই ডোজ এবং বুস্টার ডোজ নিয়েছেন। আফ্রিকার সাহেল অঞ্চলে সন্ত্রাসবাদ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।