বাগেরহাটে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

0
87

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটে মানববন্ধন,র‌্যালি ও পথসভার মধ্যদিয়ে পালিত হলো আর্ন্তজাতিক মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় “ বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও” এই শ্লোগানকে সামনে রেখে, আইন ও সালিশ কেন্দ্রের সহযোগীতায় হিউম্যান রাইডস ডিফেন্ডার্স ফোরাম (এইচ আর ডি এফ) এর আয়োজনে বাগেরহাট প্রেক্লাব চত্বর থেকে একটি র‌্যালি বেরহয়ে শহরের প্রধান প্রান সড়ক প্রদক্ষিন শেষে প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয় ।

পরে হিউম্যান রাইডস ডিফেন্ডার্স ফোরাম বাগেরহাট জেলা শাখার সভাপতি মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মজনু, এইচ আর ডিএফএর জেলার সাধারন সম্পাদক এ্যাড. শহিদুল ইসলাম, এইচ আর ডিএফ এর সদস্য এ্যাড লুনা সিদ্দিকী, আম্বিয়া খাতুন, নার্গিস আক্তার লুনা প্রমুখ।