শ্রীমঙ্গলে আসক ফাউন্ডেশনের বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

0
133

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় “হে বিশ্ববাসী সুন্দর পৃথিবীতে শান্তিতে বাঁচতে দাও” এই শ্লোগানকে সামনে রেখেই জাতীসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষনা বাস্তবায়নে সচেষ্ট আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে নানান কর্মসূচি পালন।

শুক্রবার (১০ই ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বর থেকে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংস্থার নিজ কার্যালয়ে মানবতার জন্য কাজে বিশেষ অবদান রাখায় ব্লাডম্যন শ্রীমঙ্গল ও সেবা ডিজিটাল মেডিকেল সার্ভিসেসকে সম্মাননা স্মারক প্রদান করে কার্যক্রম সমাপ্ত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।