নির্বাচিত হলে সর্বোচ্চ চেষ্টা করবো একটি আর্দশ ওয়ার্ড গড়ে তুলতে: কবির হোসেন ফারুক

0
96

ভোলা প্রতিনিধি: আগামী ৫ই জানুয়ারী ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম ধাপে ভোলা সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ওই নির্বাচনে ২নং ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী হিসেবে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তরুণ ব্যবসায়ী ও সমাজ সেবক কবির হোসেন ফারুক।

৬নং ওয়ার্ডের ছোটবড় সবার কাছে দোয়া ও ভোট চেয়ে রাত দিন ঘুরে বেড়াচ্ছেন ফারুক ও তার সমর্থকরা। একজন তরুণ ও সচ্ছ মেম্বার প্রার্থী পেয়ে আনন্দিত ওয়ার্ডবাসী।

আগামী ৫ই জানুয়ারী একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে কবির হোসেন ফারুক কে বিজয়ী করতে চায় ভোটাররা।
কবির হোসেন ফারুক বলেন, আমি একজন ব্যবসায়ী মহান রাব্বুল আলামিন, আমাকে যা অর্থ দিয়েছে, আমি শুকড়িয়া আদায় করছি।

আমার ইচ্ছা আমার এলাকার মানুষের সেবা করবো , সেই লক্ষ্যে ৬নং ওয়ার্ডের মুরুব্বীদের দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচন করছি। আশা করি একটি অবাধ সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে আমি বিজয়ী হবো ইনশাল্লাহ।

আমি নির্বাচিত হতে পারলে একটি আর্দশ ওয়ার্ড গড়ে তুলবো, আমি কথায় নয়, ওয়ার্ডবাসী সুযোগ দিলে কাজে প্রমান করবো ইনশাল্লাহ।