বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ছাড়ালো ৫৩ লাখ

0
112
ফাইল ছবি

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া যায়। গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৯ হাজার ৫৮২ জন। মারা গেছেন এক হাজার ৬১ জন। দেশটিতে এখন পর্যন্ত পাঁচ কোটি পাঁচ লাখ ৩৪ হাজার ৪৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আট লাখ ১৫ হাজার ২৪২ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৮১ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ২০৯ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৯ লাখ ২৫ হাজার ৮০৬ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ৮৬ হাজার চার জনের।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৬ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন নয় হাজার ২৭৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ২১ লাখ ৭৭ হাজার ৫৯ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ ১৬ হাজার ৫০৪ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত তিন কোটি ৪৬ লাখ ৭৪ হাজার ৪০৮ জন। মারা গেছেন চার লাখ ৭৪ হাজার ৩৯০ জন।