দেশজুড়ে

বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ হাফিজ আল আসাদ।

ডিষ্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ সালাম সেখ ও তিথী দেবনাথের সঞ্চলনায় অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা তথ্য অফিস উপ-পরিচালক মোঃ মেহেদী হাসান।

এসময় সংলাপে অংশগ্রহন কারিদের মধ্যে বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা উপ-পরিচালক বিকাশ কুমার দাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুছাবিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসি, বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, ডিষ্ট্রিক্ট ফ্যাসেলিটর গপিনাথ সাহা, সুপ্তি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডলসহ আরো অনেকে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button