রাজনীতি

শরীয়তপুরে বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন মামলাটি করেন।

শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামসুল আলম মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা হজরত আলী বলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও ইউটিউবে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা অত্যন্ত মানহানিকর। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং সরকার তথা দেশের জনগণের জন্য মানহানিকর। আর এজন্যই তিনি এ মামলা দায়ের করেছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button