ঈশ্বরগঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা প্রদান


মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন স্তরে সফল পাঁচজন নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীদের মধ্য থেকে খুলনা বিভাগে নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাসহ ৫ জন ‘জয়িতা’কে সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মায়া রানী সরকার, জয়িতা রোখিয়া আক্তার, শীলা রানী বর্মন, জাকিয়া সুলতানা, হেপী আক্তার ও লাইলী আক্তার।