ফুলবাড়ীতে রোকেয়া দিবস উপলক্ষ্যে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন পালিত


মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নে গ্রামবিকাশ কেন্দ্র আলো প্রকল্পের আয়োজনে রোকেয়া দিবস উপলক্ষ্যে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন পালিত।
বৃহস্পতিবার দুপুর ১২টায় আলাদীপুর ইউপির রাঙ্গামাটি বাজারের মহাসড়কে রোকেয়া দিবস উপলক্ষ্যে নারী নির্যাতন প্রতিরোধে মানব বন্ধন অনুষ্ঠানে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ নাসমুশ সাখির বাবলুর সভপতিত্বে রোকেয়া দিবস পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আলাদিপুর ইউপির নব-নির্বাচিত সদস্য মোঃ সিরাজুল ইসলাম, সংরক্ষিত মহিলা ১, ২ ও ৩নং আসনের মোছাঃ রহিমা আক্তার। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ কেন্দ্রের টিভেট অফিসার মোছাঃ আরজুমান ইসরাত, মনিটরিং অফিসার শ্যামল কান্তি সিংহ রায়, ইডিএম মোঃ মাহামুদ কবির, প্রজেক্ট কোর্ডিনেটর মোঃ নূরে আলম সিদ্দিকী, উপজেলা ম্যানেজার শাহ মোঃ সাদিয়ার রহমান, সিডিএফ শাহানা পারভীন, রবিউল ইসলাম, অনুরাধা সরেন ও মিজানুর রহমান সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রোকেয়া দিবসে আদিবাসী দলিত জনগোষ্টির ৩টি ইউপির ২২টি কমিউনিটির প্রায় ৭০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।