দেশজুড়ে
নাগরপুরে বেগম রোকেয়া দিবস পালিত


কেএম সুজন, নাগরপুর (টাংগাইল) প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর), দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ৫ টি ক্যাটাগরিতে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন প্রমুখ।