দেশজুড়ে

নাগরপুরে বেগম রোকেয়া দিবস পালিত

কেএম সুজন, নাগরপুর (টাংগাইল) প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর), দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ৫ টি ক্যাটাগরিতে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button